বাঁশখালীতে আ.লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন করল চাচাতো ভাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 19 March 2021

বাঁশখালীতে আ.লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন করল চাচাতো ভাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মোহাম্মদ ছৈয়দুল আলম:


জমি বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে হামলার শিকার হয়ে আওয়ামী লীগ নেতা নিহত চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা ছাবের আহমদ এর দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা পুকুরিয়ার পদ্দা পুকুর পাড় এলাকায় বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে ঘটনা ঘটে

আওয়ামী লীগ নেতা ছাবের আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দিবাগত রাতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসাধীন অবস্থায় আশংকাজনক হলে পঙ্গু হাসপাতালে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ঢামেকে নেওয়ার পথে শুক্রবার বিকাল পৌন ৪টায় তিনি মারা যান নিহত আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড, খোন্দকার পাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে ছাবের আহমদ (৪৬) তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন

স্থানীয় সূত্র জানা যায়, চাচাতো ভাই দেলোয়ারের সাথে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছাবের আহমদকে রামদা দিয়ে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করা হয় ওই কোপানোর ঘটানার সময় একই এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে  মোঃ দেলোয়ার  (৪৫)  ও সিরাজুল ইসলামের ছেলে আবুল বশর দুলু সহ  আরও - জন সন্ত্রাসী ছিল

হামলার সময় ছবের আহমদ  বাড়ির পাশে পুকুর খননে নিয়োজিত স্কেভেটর চালকের সাথে কথা বলছিলেন পুলিশ হামলার পর পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে হামলাকারী দেলোয়ারের পুত্র মো. হাসানকে (১৯) গ্রেপ্তার করেছে

স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, ছবের আহমদের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেরে বাংলা নগরের পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়

এব্যাপারে বাঁশখালীর রামদাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ওই ঘটনায় অভিযুক্ত মো. হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে




 

 

একুশে মিডিয়া/এমএসএ


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages