লকডাউন শুনেই বাজার অস্থির - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 4 April 2021

লকডাউন শুনেই বাজার অস্থির

একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে দিন লকডাউন হচ্ছে দেশ এই একটি খবরেই ফের অস্থির বন্দরনগরী চট্টগ্রামের পাইকারী ও খুচরা বাজার চাল, ডাল, তেল, চিনি, ছোলা, সবজিসহ সব নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে খুচরা বাজারে লকডাউনের খবরে আগাম নিত্যপণ্য কিনতে মুদি দোকান, কাঁচাবাজারে মানুষের ভিড় বাড়ে এর সুযোগ নিয়ে খুচরা বিক্রেতারা দাম বাড়িয়ে পণ্য বিক্রি করেছেন কোথাও কোথাও পণ্যের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডা চলে গতকাল শনিবার সকালে ঢাকার সরকারি বাসভবনে সংবাদ ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সময় তিনি করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে আগামীকাল সোমবার থেকে দেশে দিনের লকডাউন শুরু হবে বলে জানান

মুদি দোকানের চিত্র :

সন্ধ্যা হতেই নগরীর বিভিন্ন এলাকায় মুদি দোকানে মানুষের ঢল নামে লকডাউনের দিনগুলোতে যেন ঘরের বাইরে আসতে না হয় সেজন্য আগাম নিত্যপণ্য কিনেছেন নানা শ্রেণি-পেশার মানুষ মাসের বাজার, রোজার বাজার এবং লকডাউনের বাজার একসঙ্গে হওয়ায় ক্রেতার চাপ বাড়ে খুচরা বাজারে এর সুযোগ নিয়েই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা

বাজার ঘুরে দেখা গেছে, গতকাল শনিবার সকালে ৩৫ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ বিকেলে বিক্রি হয় ৪০ টাকায় স্থানভেদে ৪৫ টাকায়ও বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ চালের দামও কেজিতে - টাকা পর্যন্ত বেশি নেওয়া হয়েছে

লকডাউনের এক ঘোষণায় প্রতি ডজন ডিমে দাম বেড়েছে ১৫ টাকা ১৩৫-১৪০ টাকা লিটার দরের সয়াবিন তেল বিক্রি হয় ১৫০ থেকে ১৫২ টাকা লিটার দরে এছাড়া ডাল এবং ছোলাতেও কেজিতে - টাকা বেশি নেওয়া হয়

স্বস্তি নেই সবজির দামেও :

নগরীর দুই নম্বর গেটের কর্ণফুলী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে- চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি সবজি এরমধ্যে কাঁকরোল কেজিপ্রতি ১১০-১২০ টাকায়, ঢেঁড়স ৬০-৭০ টাকায়, বরবটি ৬৫-৭০ টাকায়, বাঁধাকপি ৮০-৯০ টাকায়, ফুলকপি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে

সবজি বিক্রেতারা বলছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কম থাকা এবং লকডাউনের খবরে সবজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা থাকায় সবজির দাম বেশি পাইকার থেকে বেশি দামে সবজি কেনায় বেশি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের

টিসিবির পণ্য কিনতে ভিড় :

খুচরা বাজারে নিত্যপণ্যের বাড়তি দাম থাকায় নগরীর বিভিন্ন স্পটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকে পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভিড় ছিল গতকাল সাধারণত ২০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এদিন ২৩টি ট্রাকে নগরীর ২৩টি স্পটে টিসিবির নিত্যপণ্য বিক্রি করা হয়

টিসিবির ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকায় চিনিলিটার প্রতি ১০০ টাকায় তেল, কেজিপ্রতি ৫৫ টাকায় ডাল, ২০ টাকায় পেঁয়াজ এবং ৫৫ টাকায় ছোলা বিক্রি করা হয়েছে বলে  জানান টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ

বাসাকে মিনি সুপারশপ বানাবেন না’ :

বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, লকডাউন বা অন্য কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নেওয়ার সুযোগ নেই ডিসি স্যারের নির্দেশে আমরা বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছি অনিয়ম পেলেই জরিমানা করা হচ্ছে তিনি বলেন, অনেকে না বুঝে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুদের চেষ্টা করেন বাসাকে মিনি সুপারশপ বানিয়ে ফেলেন এই কাজ থেকে বিরত থাকতে হবে কারণ এতে বাজারে চাপ তৈরি হয় লকডাউন হলেও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে তাই বাজার নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই

অভিযান না থাকায় ক্ষোভ :

হঠাৎ নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে কর্ণফুলী বাজারে গতকাল সন্ধ্যায় একাধিক ক্রেতার সঙ্গে কথা হয় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ব্যবসায়ীদের কারসাজি এবং প্রশাসনের নজরদারির অভাবেই নিত্যপণ্যের ইচ্ছেমতো দাম আদায় করছেন খুচরা ব্যবসায়ীরা

রাশেদ আলম নামে একজন ক্রেতা বলেন, ঠিক এক বছর আগে এই সময়ে লকডাউন দেওয়া হয় তখন মানুষকে জিম্মি করে পণ্যের বাড়তি দাম নেওয়া হয় এবারও লকডাউনের ঘোষণা আসার পর নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হবে এটা প্রশাসনের মাথায় রাখা দরকার ছিলো এখন মাসের বাজার করতে এসে বাড়তি টাকা গুণতে হচ্ছে

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages