সভাপতি রহমত, সম্পাদক কবির রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 28 January 2023

সভাপতি রহমত, সম্পাদক কবির রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

আনন্দঘন পরিবেশে রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি (শনিবার) দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।  দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে জনকন্ঠের রহমত উল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের তৌহিদুল ইসলাম কবির নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে আলোকিত প্রতিদিনের এম এ হালিম খান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির জিএস নজরুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার সংবাদের রাজু হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বদেশ বিচিত্রার আবদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমরান হোসেন রাজন, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সংবাদ সারাবেলার মোঃ ছায়েদ হোসেন, আশ্রয় প্রতিদিনের কাজী মহিউদ্দিন, খবর পত্রের ওমর ফারুক, গনকন্ঠের পারভেজ হোসাইন নির্বাচিত হন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন।
নব-নির্বাচিত রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে বিজয়ীরা জানান, দীর্ঘদীন পরে রামগঞ্জ প্রেসক্লাবের একটি আমেজপুর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আশা করি আগামী ২ বছর নতুন এ কমিটি ঐক্যবদ্ধভাবে রামগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে যাবে। সমাজের অন্যায়, অনিয়ম, সমস্যা,সংকট, সম্ভাবনার কথা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages