পঞ্চম সপ্তাহেও ৮৩ হলে সিয়াম-পূজার ‘পোড়া মন টু’-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

পঞ্চম সপ্তাহেও ৮৩ হলে সিয়াম-পূজার ‘পোড়া মন টু’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন ডেস্ক:
এবারের ঈদে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘পোড়া মন টু’। ছবিটি মুক্তির পর থেকেই বেশ প্রশংসা কুড়িয়েছে। ঈদে অল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পেলেও ভালোই ব্যবসা করেছে সিনেমাটি। এমনকি সময়ের সাথে সাথে চাহিদাও বেড়েছে। মুক্তির পঞ্চম সপ্তাহেও পোরা মন টু এর দাপট চলছে।
ঈদে ছবিটি মাত্র ২৩টি সিনেমা হলে মুক্তি পায়। পঞ্চম সপ্তাহে এসে ছবিটি এবার মুক্তি পাচ্ছে দেশের ৮৩টি সিনেমা হলে। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, দর্শকদের চাহিদা ছবিটির বেলায় বাড়ছে। তাদের আগ্রহের কারণেই মুক্তির এতোদিন পরেও হল বাড়ানো হচ্ছে।
এই ছবির মাধ্যমেই নায়ক হিসেবে অভিষেক হলো ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়ামের। তাই ছবিটি নিয়ে তার উত্তেজনারও কমতি নেই। ছবিতে প্রয়াত নায়ক সালমান শাহ্‌’র একজন পাগল ভক্তের চরিত্রে দেখা যাবে তাকে।
ছবিটি বাংলাদেশে মুক্তির আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
যেসব প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে বাম্পার পঞ্চম সপ্তাহ।
১। বলাকা সিনেওয়ার্ল্ড : ১০:৩০, ১:৩০, ৩:৩০, ৬:৩০
২।শ্যামলী সিনেমা : ১২:০০, ২:৪০, ৫:৩০, ৬:৩০
৩।স্টার সিনেপ্লেক্স : ১০:৩০, ১:৩০, ৪:৩০, ৭:৩০
৪।যমুনা ব্লকবাস্টার : ১১:৩০, ১:০০, ৩:৩০, ৭:১৫
৫।মমো ইন- ঠেঙ্গামারা, বগুড়া
বাম্পার তৃতীয় সপ্তাহ
৬।মধুমিতা সিনেমা, ঢাকা
৭। রানীমহল সিনেমা , ডেমরা
৮।নিউ মেট্টো সিনেমা , নারায়ণগঞ্জ
৯।সেনা অডিটরিয়াম , সাভার
১০।শাপলা সিনেমা , রংপুর
১১। শঙ্খ সিনেমা, খুলনা 
১২। চিত্রালী সিনেমা , খুলনা 
১৩। মমতাজ সিনেমা , সিরাজগঞ্জ
১৪। মর্ডান সিনেমা, দিনাজপুর
১৫। বনানী সিনেমা , কুষ্টিয়া 
১৬। ছায়াবানী সিনেমা, ময়মনসিংহ 
১৭। ঝংকার সিনেমা , পাচদোনা
১৮। কেয়া সিনেমা, টাঙ্গাইল 
১৯। কল্লোল সিনেমা, মধুপুর
২০। বনলতা সিনেমা, ফরিদপুর
২১। প্রীতি সিনেমা, আগলা 
২২। রাজিয়া সিনেমা , নাগরপুর
বাম্পার দ্বিতীয় সপ্তাহ
২৩। সনি সিনেমা , ঢাকা
২৪। সেনা সিনেমা , ঢাকা
২৫। চিত্রামহল সিনেমা, ঢাকা 
২৬। এশিয়া সিনেমা , ঢাকা
২৭। পুনম সিনেমা, ঢাকা
২৮। চাঁদমহল সিনেমা, কাচপুর 
২৯। পান্না সিনেমা , মুক্তারপুর 
৩০। ফিরোজমহল সিনেমা, পাগলা 
৩১। চলন্তিকা সিনেমা , গোপালদী 
৩২। ছন্দা সিনেমা, পটিয়া
৩৩। বৈশাখী সিনেমা , বাউফল
৩৪। গ্যারিশন সিনেমা , কুমিল্লা ক্যান্টনম্যান্ট
৩৫। হ্যাপী সিনেমা , লক্ষীপুর
৩৬। হিরক সিনেমা , গোবিন্দগঞ্জ 
৩৭। ঝর্না সিনেমা , দাউদকান্দি
৩৮। কথাচিত্র সিনেমা , কটিয়াদি 
৩৯। মধুমিতা সিনেমা, মাগুরা
৪০। মধুমতি সিনেমা, ভৈরব 
৪১। মোহনা সিনেমা, কোনাবাড়ি 
৪২। মূয়ূরী সিনেমা, বাগাআছড়া
৪৩। মনোয়ার সিনেমা, জামালপুর
৪৪। মুন সিনেমা, হোমনা
৪৫। নিউ- রজনীগন্ধ্যা সিনেমা, চালা 
৪৬। পালকী সিনেমা , চান্দিনা
৪৭। আয়না সিনেমা, আক্কেলপুর 
৪৮। পৃথিবী সিনেমা, জয়পুরহাট
৪৯। প্রিয়া সিনেমা, ঝিনাইদহ
৫০। প্রতিভা সিনেমা, রাজৈর 
৫১। আলমাস সিনেমা, চট্টগ্রাম
৫২। রংধনু সিনেমা, নজিপুর
৫৩। রাজমনি সিনেমা, বোরাহানুদ্দিন
৫৪। রূপকথা সিনেমা, পাবনা
৫৫। রূপসী সিনেমা, ভোলা 
৫৬। সঙ্গীতা সিনেমা, সাতক্ষীরা 
৫৭। অবশর সিনেমা, বিরামপুর
৫৮। সিক্তা সিনেমা, ধুনট
৫৯। সোনিয়া সিনেমা, বগুড়া
৬০। অবকাশ সিনেমা, ফুলবাড়ি
৬১। তিতাস সিনেমা, পটুয়াখালী 
৬২। উপহার সিনেমা, রাজশাহী 
৬৩। ভিক্টোরিয়া সিনেমা, শ্রীমঙ্গল
শুক্রবার থেকে চলছে(১ম সপ্তাহ)
৬৪। মুক্তি সিনেমা, ঢাকা 
৬৫। চম্পাকলি সিনেমা, টঙ্গী 
৬৬। নবীন সিনেমা , মানিকগঞ্জ 
৬৭। রুপালী সিনেমা, কুমিল্লা
৬৮। তামান্না সিনেমা, সৈয়দপুর
৬৯। বর্নালী সিনেমা, শাহজাদপুর
৭০। বি.জি.বি সিনেমা, সিলেট
৭১। সাধনা সিনেমা, রাজবাড়ী 
৭২। মিলন , মাদারীপুর 
৭৩। পান্না সিনেমা, চুয়াডাঙ্গা 
৭৪। মুন সিনেমা, মুক্তাগাছা
৭৫। মল্লিকা সিনেমা, উল্লাহপাড়া 
৭৬। মনোরমা সিনেমা, কাপাসিয়া 
৭৭ । মোহন সিনেমা, হবিগঞ্জ
৭৮। রেনেসা সিনেমা, সখিপুর 
৭৯। বুলবুল সিনেমা, চিতলমারি 
৮০। ঝংকার সিনেমা, বক্সীগঞ্জ 
৮১। আলতা সিনেমা, সরিষাবাড়ি 
৮২। আলোছায়া সিনেমা, শরীয়তপুর 
৮৩। সাগর সিনেমা, কালিয়াকৈর
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages