একুশে মিডিয়া, স্পোর্টস ডেস্ক:
দুঃস্বপ্নের মতোই কাটছে টাইগারদের ক্যারিবীয় সফর। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে ইনিংসের ব্যবধানে পরাজয়। দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামার আগেই আবার দুঃসংবাদ। গোড়ালির ইনজুরির কারণে খেলা হচ্ছে না পেসার শফিউল ইসলামের। প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ঢুকার গুঞ্জন শোনা যাচ্ছিল তার। কিন্তু ইনজুরি সে স্বপ্ন ভেঙে দিল শফিউলের।
অ্যান্টিগায় বাংলাদেশ দল ইনিংস ও ২১৯ রানে হার মানে। যে ম্যাচে খেলোনো হয়েছিল তিন পেসার। রুবেল হোসেনের সঙ্গে ছিলেন কামরুল ইসলাম রাব্বী ও অভিষিক্ত আবু জায়েদ রাহী। এ ম্যাচে রুবেল হোসেনের বদলে শফিউলের একাদশে ঢোকার জোর গুঞ্জন ছিল।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ইনজুরিতে পড়ে শফিউলের আর দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না। তার বদলে তাইজুল ইসলামের অন্তর্ভূক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি। নান্নু আরও জানান, প্রথম টেস্টের একাদশের সাথে তাইজুলকে ধরে ১২ জনের দল সাজানো হয়েছে। সেখান থেকেই ১১ জনকে বেছে নেয়া হবে।
তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসাইন, আবু জায়েদ, কামরুল ইসলাম রাব্বি। একুশে মিডিয়া।



No comments:
Post a Comment