![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
থাইল্যান্ডের থাম লিয়াং গুহায় আটকেপড়া ১২ খুদে ফুটবলারকে মস্কোয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোশিয়েশন ফুটবল (ফিফা) এর কর্ণধার জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু সেই গুহা থেকে তারা বেঁচে ফিরলেও শারীরিক অসুস্থতার কারণে মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্টেডিয়ামে বসে খেলা দেখা হচ্ছে না তাদের।
এদিকে, গুহা থেকে উদ্ধার হওয়ার পর ফুটবল অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের সঙ্গে ফিফা যোগাযোগ করে জানতে পারে উদ্ধার হওয়া ওই ফুটবলাররা মস্কো যেতে পারবে না।
এরপর এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে সফলভাবে উদ্ধারের খবরে ফিফা অত্যন্ত আনন্দিত। উদ্ধারকাজে নিয়োজিত প্রতিটি ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে উদ্ধারকার্য চলাকালীন একজন ডুবুরির মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তবে থাইল্যান্ড ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে ওই কিশোররা মস্কো পর্যন্ত যাওয়ার অবস্থায় নেই।’ একুশে মিডিয়া।




No comments:
Post a Comment