পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 8 July 2018

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ-একুশে মিডিয়া



একুশে মিডিয়া নিউজ ডেস্ক:
বাংলাদেশে সদ্য নিযুক্ত সংযুক্ত অরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ সাঈদ হামিদ আলমহেইরি আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের নতুন দূতকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আর্ন্তজাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।
বৈঠকে তারা সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে তারা দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে মানব সম্পদ, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, বেসামরিক বিমান চলাচল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্যে এক সঙ্গে কাজ করতে সম্মত হন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী নতুন ইউএই’র দূতকে ঢাকায় দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহায়তা প্রদানে আশ্বাস প্রদান করেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages