হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 July 2018

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু!-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত

একুশে মিডিয়া, হাবিগঞ্জ রিপোর্ট:
হবিগঞ্জ জেলা কারাগারে মনির মিয়া (২৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুলাই) সকালে তার মৃত্যু হয়। হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মনির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটুয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। তার হাজতি নম্বর- ৪৩৫৯১৮।
কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান,একটি গরু চুরির মামলায় গত সোমবার (১৬ জুলাই) কারাগারে আসেন মনির মিয়া। কারাগারে আসার পর শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে তিনি মারা যান।
তিনি আরও জানান, গরু চুরির অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছিল। যে কারণে কারাগারে আসার দিন থেকেই তিনি অসুস্থ ছিলেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, মনিরকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সে মারা যায়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages