![]() |
একুশে মিডিয়া রিপোর্ট:
পটুয়াখালীতে ৮০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার হাজিখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ফেনসিডিল, জিপ গাড়ি ও মোটরসাইকেল আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে ও গডফাদারদের চিহ্নিত করতে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর নাম-পরিচয় প্রকাশ না করার জন্য পুলিশ প্রশাসন থেকে অনুরোধ করা হলেও কোনও কোনও সাংবাদিক গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করেন দেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন একই এলাকার মামুন ও কামাল। পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment