৩৬ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোর সীমান্তে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 10 August 2018

৩৬ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোর সীমান্তে-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি :

যশোরের শার্শা সীমান্ত থেকে ৭২.৭৫৯ কেজি (৬২৪ টি বার) স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি টহল দল। 

আটক পাচারকারী শার্শার শিকারপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মহিউদ্দিন (৩৫)।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক (পিবিজিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টায় শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মুকুল হোসেন প্রামানিক এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত অভিযানে মেইন পিলার ২৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেল বাড়িয়া নামক স্থান হতে ভারতে পাচারকালে ৭২.৭৫৯ কেজি স্বর্ণ (৬২৪ টি বার) ও ০১ টি রামদাসহ মহিউদ্দিনকে আটক করা হয়। 

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৫,৭৭,০০,০০০/- (পঁয়ত্রিশ কোটি সাতাত্তর লক্ষ) টাকা। 

আটককৃত আসামীকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।  একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages