বঙ্গবন্ধু গোলকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭॥ ৫-০গোলে বিজয়ী ভোলা পৌরসভা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 19 September 2018

বঙ্গবন্ধু গোলকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭॥ ৫-০গোলে বিজয়ী ভোলা পৌরসভা-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু গোলকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ লীগের নিজেদের গ্রুপ পর্যায়ের ম্যাচে ভোলা পৌরসভা দলের কাছে ৫-০ গোলে বিধ্বস্থ হলো তজুমুদ্দিন উপজেলা ।”।
মঙ্গলবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তজুমুদ্দিন উপজেলা দল খেলার প্রথম দিকে মোটামুটি ছন্দে থাকেলেও ২৫ মিনিটের দিকে ক্রমেই ছন্দ পতন ঘটতে শুরু হয়। ৩০মিনিটের দিকে নাফিউলের বারিয়ে দেওয়া বলে গোল করে স্টাইকার মাহি। ১-০গোলে প্রথম অর্ধ্ব শেষ হওয়ার পর ২য় অর্ধ্বের প্রথমে স্টাইকার বায়জিদ (উজ্জল) গোলের ব্যাবধান ২য় গুন করে। ৪৫ মিনিটের দিকে ৫ জন কে কাটিয়ে র্দুদান্ত ভাবে নিজের ২য় গোলে দলিয় হ্যাট্রিক পূর্ন করে স্টাইকার উজ্জল। পরে স্টাইকার সোলাইমান হৃদয়ের পর পর করা ২টি গোলে গোল সংখা দাড়ায় ৫। ।”।
৭০ মিনিটের খেলায় ৫-০ ব্যাবধানে বিজয়ী হয় ভোলা পৌরসভা দল। ।”।
খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ভোলা পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির । এসময় ভোলা পৌরসভার কাউন্সিলর গন সহ বিশিষ্ট নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন । একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages