![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
"আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোমবার ২২ অক্টোবর বিভিন্ন কর্মসূচি
পালন করে। গাইবান্ধা বিআরটিএ’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটির আয়োজন করা হয়। এ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা বিআরটিএ সহকারি পরিচালক আব্দুল কুদ্দুস প্রমুখ।
জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা বলেন, প্রশিক্ষণের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গাড়ির চালকরা যদি নিজস্ব দক্ষতা মেধা ও মনোযোগের সাথে সড়কে গাড়ি চালান তাহলে অবশ্যই দুর্ঘটনা হ্রাসকরা সম্ভব। তবে পথ চলাচলে পথচারীদেরও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত বলে তিনি মনে করেন।
No comments:
Post a Comment