পাকিস্তানে দ্রুতগামী যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে নিহত ১৯ আহত ৩৫-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 22 October 2018

পাকিস্তানে দ্রুতগামী যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে নিহত ১৯ আহত ৩৫-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
পাকিস্তানে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। রোববার দেরা ঘাজি খানের ঘাজি ঘাটের কাছে এ ঘটনা ঘটেছে। খবর পাকিস্তান টুডের।
খবরে বলা হয়েছে, দুটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ওই বাস দুটিতে সবমিলিয়ে ৭০ জনের বেশি আরোহী ছিলেন। বাস দুটি দেরা ঘাজি খান থেকে মুলতান যাচ্ছিল। জানা গেছে, হতাহতের বেশির ভাগই মুলতানের বাসিন্দা এবং তারা একে অপরের সম্পর্কিত।
দেরা ঘাজি খানে মর্মান্তিক এই বাস দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এক বিবৃতিতে তিনি সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন। এছাড়া আহতদের ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইমরান খান।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সর্দার ওসমান আহমাদ খান বুজদারও মূল্যবান বহু জীবন ঝরে যাওয়ায় শোক প্রকাশ করেছেন।
চলতি বছর পাকিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। গেল আগস্ট মাসে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্যাংকারের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়।
এর আগে জুলাই মাসে তিনটি গাড়ির সংঘর্ষ হলে ১১ জন নিহত হয় এবং আহত হন আরও বেশ কয়েকজন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages