![]() |
একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ-বুধবার (৩১,অক্টোবর) ২৭৪: নড়াইলের চাঁচই এলাকায় গাছের সাথে মাটিবাহী ট্রলির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান নিহত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী নড়াইলের চাঁচই গ্রামের মোস্তফা মোল্যার ছেলে এবং নড়াইলের চাঁচই মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এলাকাবাসী, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মেহেদী স্থানীয় বিল থেকে মাছ ধরে পরিচিত এক চালকের মাটিবাহী ট্রলিতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চাঁচই কেয়ার মোড় এলাকায় ট্রলিটি নিয়ন্ত্র্রণ হারিয়ে কাঁঠাল গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই মেহেদী নিহত হয়। তবে ট্রলির চালক অক্ষত রয়েছে
No comments:
Post a Comment