![]() |
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক নেতা কর্মীকে সঙ্গে নিয়ে যশোর-১ (শার্শা) আসনের বি এন পির মনোনয়ন প্রত্যাশী মফিকুল হাসান তৃপ্তি। আজ দুপুর ১ টার সময় ঢাকা পল্টনের বি এন পি পার্টি অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ সময় শার্শা উপজেলা বি এন পি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মফিকুল হাসান তৃপ্তির সাথে উপস্থিত ছিলেন।
এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড নেতা কর্মীদের হাতে শোভা পায় এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মনোনয়ন পত্র জমা শেষে এক প্রেস ব্রিফিং এ মফিকুল হাসান তৃপ্তি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলে তিনি এ উপজেলার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ খুঁজতে টিম গঠন এবং সে অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment