![]() |
সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রায় ৩২ কেজি ওজনের শ্বেত পাথরের তৈরি একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি সহ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের আজিম উদ্দিনের পুত্র মোঃ মুনসুর আলী (৩৭) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জয়পুরহাট থানা পুলিশ। মুনসুর আলীর সহযোগীর নাম অখিল মন্ডল (৪৫)। সে আক্কেলপুর থানার ভান্ডারী পাড়া গ্রামের রামলালের ছেলে। সোমবার দুপুরে জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকার একটি ছাত্র মেস থেকে মূর্তিটি উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের তথ্য অনুযায়ী শ্বেত পাথরের তৈরি বহু মূল্যবান একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি বেচাকেনা হচ্ছে, এমন সংবাদ জানতে পেয়ে পুলিশ তাৎক্ষনিক শহরের চিত্রাপাড়া এলাকার এ.আর.কে নামের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মুল্যের বৌদ্ধ মূর্তিটি উদ্ধার ও ২ জন কথিত মূর্তি ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment