![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুক্রবার সকাল ১০টা থেকে শুরু।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিসে ফরম বিক্রি করেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে মনোনয়নপত্র কিনে কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনার নামে গোপালগঞ্জ-৩ (টু্ঙ্গিপাড়া-কোটালিপাড়া) ও অন্য আরেকটি আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনেন কাদের।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও রংপুর পীরগঞ্জ আসনের জন্য ১টি মনোনয়ন ফরম কিনেন।
নোয়াখালী-৫ আসনের জন্য ওবায়দুল কাদেরের পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সা. সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাগ্রহণের কার্যক্রম প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মনোনয়নপত্রের মূল্য রাখা হয়েছে ৩০ হাজার টাকা।
আট বিভাগের আটটি বুথে দলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের তদারকিতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment