রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 29 November 2018

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্ট:
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র 
পেশ করেছেন বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন মিলার। রবার্ট মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় এসে পৌঁছান।
এসময় কুশলাদি বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাও করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। আর্ল রবার্ট মিলারের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
এর আগে মিলার আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূত, দক্ষিণ আফ্রিকায় মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ও ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সদ্য বিদায় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন মিলার।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages