![]() |
একুশে মিডিয়া, আল-আমিন মুন্সী:
নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছে পলাশ থানার এসআই মীর সোহেল রানা। রোববার নরসিংদীর পুলিশ সুপার কর্তৃক আয়োজিত জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সাফল্য অনুযায়ী সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)।
এতে বিভিন্ন মামলায় সুদক্ষতার সহিত সাফল্য অর্জন করায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন পলাশ থানার এসআই মীর সোহেল রানা। এসময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) মীর সোহেল রানার হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা ও তদন্ত (ওসি) গোলাম মোস্তাফাসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা মীর সোহেলা রানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment