![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
বাংলাদেশ ব্যাংক কোন আদেশ দেয়নি এসব কয়েন বাতিলের ব্যাপারে। তবে বাজারে চলছেনা ৫০ পয়সার ধাতব মুদ্রাটি। জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ায় প্রচলিত থাকলেও বাজারে অচল এসব মুদ্রা। উচ্চ মূল্যস্ফীতির কারণে মূল্যহীন হয়ে পড়ায় এসব কয়েনের প্রচলন কমে এসেছে।
চা,পান,বিড়ি,সিগারেটের দোকানে এক সময় এসব মুদ্রার অধিক ব্যবহার লক্ষ্য করা যেত। জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন ৫০ পয়সার কয়েনের আদান-প্রদান হয় না। যেখানে সর্বনিম্ন একটি চকলেটের দাম এক টাকা সেখানে ৫০ পয়সা মূল্যহীন। এমন কি ভিক্ষুক পর্যন্ত এক টাকার কমে ভিক্ষা নেয়না।
কয়েক বছর আগে চকলেট,দিয়াশলাই,আইসক্রিম,বিড়ি- সিগারেট নানা পণ্য কিনতে কাজে লাগত ৫০ পয়সার কয়েনটি। এসব পণ্যের দাম বেড়ে গেছে। এখন এই দামে আর কিছুই মেলে না। তাই মুদ্রাবাজারে মূল্যহীন হয়ে পড়েছে মুদ্রাটি।
এভাবেই একসময় এক টাকা, দুই টাকা,এমন কি পাঁচ টাকার কয়েনও ফুরিয়ে যাবে। তখন আবার প্রয়োজন মত নতুন মুদ্রা তৈরি করে আনবে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যৎ প্রজন্ম এসব মুদ্রার সঙ্গে পরিচিত হবে যাদুঘরে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment