একুশে মিডিয়া, মোরেলগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে ৭০ তম বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষ্যে সোমবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বারইখালী অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা সভাপতি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, পৌর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, জেলা কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ এইচএম লুৎফর রহমান, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, শিক্ষিকা জোসনে আরা ফারুকী, প্রধান শিক্ষিকা হোসনে আরা হাসি, মানবাধিকার কমিশনের আজীবন সদস্য আলহাজ¦ মোস্তফা কামাল, সদর ইউনিয়ন সভাপতি খলিলুর রহমান, সাংবাদিক শাহ আলম তালুকদার মো.ইসমাইল হোসেন তালুকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জামাল শরীফ, সাংবাদিক রাজীব আহসান রাজু, শামীম আহসান মল্লিক, এইচ এম শহিদুল ইসলাম, এম পলাশ শরীফ, রফিকুল ইসলাম দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুস সালাম।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment