মহা জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগি সম্পন্ন, আপেক্ষা ঘোষণা।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 December 2018

মহা জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগি সম্পন্ন, আপেক্ষা ঘোষণা।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিজয়ের পথে। আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের বিজয় হবে। মহা জোটের শরিকদের সঙ্গে আমাদের আসন ভাগাভাগির কাজ সম্পন্ন হয়েছে। শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হবে। আরও দু’দিন বাকি আছে এর মধ্যে আরও কিছু পরিবর্তন হতে পারে। সে কারণে চূড়ান্ত ফিগার এখনও বলা যাচ্ছে না।
আজ শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে ধানমন্ডিস্থ অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জানা যায় ক্ষমতাসীন দলের জোটের শরিকদের মহাজোটের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। একই সঙ্গে অাওয়ামী লীগের দ্বৈত প্রার্থীদের মধ্যে একক প্রার্থীদের চিঠি দেয়া হচ্ছে। শিরীন শারমীন চৌধুরীকে রংপুর (পীরগঞ্জ) আসনে দলের মনোনয়ন দেয়া হয়েছে। অাওয়ামী লীগের ১৭টি অাসনে দু’জন প্রার্থী ছিল তাদের একজনকে রেখে অারেকজনকে বাদ দেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওয়ার্কার্স পার্টি ৫টি, জাসদ ইনু ৩টি, তরিকত ফেডারেশন ২টি, জাসদ অাম্বিয়া ১টি, যুক্তফ্রন্ট ৩টি ও জেপি মঞ্জু ২টি অাসন দেয়া হয়েছে। অার জাতীয় পার্টি এরশাদকে ৪০ থেকে ৪২টি অাসন দেয়া হবে।
তিনি আরও বলেন, মহাজোটের শরিকরা তাদের নিজ নিজ মার্কায় নির্বাচন করতে পারবেন। নৌকা প্রতীক ছাড়াও তারা অন্য কেউ নির্বাচন করতে চাইলে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages