![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নের জন্য তৃণমূল পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস৷
বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন- উল্লাপাড়া উপজেলার সংসদ সদস্য তানভীর ইমাম।
মনোনয়নের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী ছিলেন ২ জন।
বর্ধিত সভার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী পেয়েছেন ১৮০, সাবেক সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি পেয়েছেন ১২৭, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব পেয়েছেন ৫৫ এবং মুক্তিযোদ্ধা চৌধুরী ইফতেখার মবিন পান্না পেয়েছেন ১১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক রিবলী ইসলাম কবিতা পেয়েছেন ১৮০, লাভলী পারভীন পেয়েছেন ১১১, আফরোজা ইয়াসমিন পেয়েছেন ৫৫ এবং সুমাইয়া পেয়েছেন ২১ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনিরুজ্জামান পান্না পেয়েছেন ৩৭০ এবং অপর প্রার্থী সাহেব আলী পেয়েছেন ৬ ভোট। তৃণমূল পর্যায়ে এই নির্বাচনে মোট ভোটার ছিল ৪০৮ জন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment