উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:>>>
নড়াইলে মাকে হত্যা করল মেয়ে মেরিনা বেগম (৩২)কে হত্যার দায়ে স্বামী ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে নড়াইলের লক্ষ্মীপাশা গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ অভিযুক্ত স্বামী বিজ্ঞান ওরফে রাসেল(৪৭) ও কণ্যা তামান্না(১৬)কে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রতিবেশি সুত্রে জানা গেছে, নড়াইলের লক্ষীপাশা গ্রামের ঝিলু মোল্যার ছেলে বিজ্ঞান মোল্যা ওরফে রাসেলের সাথে মাইগ্রামের কবির হোসেন মোল্যার মেয়ে মেরিনা বেগম এর প্রায় ২০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে হৃদয় ও তামান্না নামে দুটি সন্তান রয়েছে। রাসেল ব্যবসার প্রয়োজনে দূরে থাকতেন। সেই সুযোগে স্ত্রী মেরিনা পরকিয়ায় লিপ্ত হয়ে পড়েন।
মেরিনা পরকিয়ায় আসক্ত ওই পুরুষের সাথে পালিয়ে যাবার চেষ্টা চালালে স্বামী ও মেয়েতে বাধা হয়ে দাঁড়ায়। রোববার রাতে মেরিনা বাসা থেকে বের হয়ে যেতে চাইলে মেয়ে তামান্না ওড়না দিয়ে মায়ের গলায় প্যাচমেরে আটকাবার চেষ্টা করলে শ^াসরোধে মা মৃত্যুবরণ করে।
খবর পেয়ে পুলিশ সোমবার সকালে মেরিনার লাশ উদ্ধার করে । ঘটনার পরেই পুলিশ স্বামী রাসেল এবং মেয়ে তামান্নাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী অফিসার এস,আই গোবিন্দ আকর্ষণ জানান, ঘটনায় জড়িত রাসেল ও মেয়ে তামান্না নড়াইল আদালতে যে কোন সময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে।
এ ঘটনায় মঙ্গলবার গৃহবধুর ভাই লিখন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment