শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত নাম শরীয়তউল্লাহ (৩৮)। সে গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের মৃত ইব্রাহিম খলিউল্লার ছেলে। বুধবার দুপুরে আসামীরে উপস্থিতিতে এ আদেশ দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.নূরুল আমিন বিপ্লব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান বলেন, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় ২০০৫ সালের ১৩ই মার্চ মধ্যরাতে শরীয়তউল্লাহ তার বাবা ইব্রাহিম খলিল উল্লাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এ সময় তার মা নাসিমা খাতুন বাঁধা দিতে গেলে সে ও আহত হয়। পরে স্বজনরা ইব্রাহিম খলিল উল্লাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১৪ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরে ১৫ই মার্চ নিহতের ছেলে সাদিকুল্লাহ বাদী হয়ে গফরগাঁও থানায় শরীয়তউল্লাহকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দুপুরে আসামীর উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.নূরুল আমিন বিপ্লব আসামী শরীয়তউল্লাহকে মৃত্যুদন্ডের আদেশদেন।
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী সরকার আনোয়ারুল কবীর ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment