মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:>>>
‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯।
দিবসটি উপলক্ষে রবিবার র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১০টায় একটি র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সহকারি কমিশনার(ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন র্যালিতে নেতৃত্ব দেন।
পরে প্রতিপাদ্য বিষয়ের ওপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, সহকারী প্রোকৌশলী (এস এন এস পি)শুভঙ্কর মন্ডল, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সমর দাস ও প্রধান শিক্ষক হোসনেয়ারা হাসি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মইনুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, প্রেসক্লারের সহ সভাপতি,মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মো: শামীম আহসান মল্লিক, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন,সাংবাদিক গনেশ পাল, পলাশ শরীফ প্রমূখ।
এ ছাড়া দুর্যোাগপ্রবন উপকূলীয় এ উপজেলায় ছাত্রছাত্রীদেরকে সচেতন করতে সরকারি বালিকা বিদ্যালয়ে প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সঙ্ঘ (জেজেএস)।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment