বাঁশখালী ‘বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 28 March 2019

বাঁশখালী ‘বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার  ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ক শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসা'র ১৪তম বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরুষ্কার বিতরণী সভা মাদরাসা অডিটোরিয়ামে গত মঙ্গলবার (২৬ মার্চ) সম্পন্ন হয়েছে।
মাদরাসার শিক্ষা সচিব মুহাম্মদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলার ভাদালিয়ার প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুরুল হক, ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন জলদী মখজুনুল উলুম (বাইঙ্গা পাড়া) বড় মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক। ৩য় অধিবেশনে সভাপতিত্বে ছিলেন চট্টগ্রাম নাছিরাবাদ বড় মসজিদের খতিব ও ইমাম আল্লামা শাহ্ নুর মুহাম্মদ। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজ্বী মুহাম্মদ মনছুরুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল খায়ের (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ।
এসময় প্রধান বক্তার আলোচনা পেশ করেন ব্রাহ্মণবাড়িয়া কুটির জামেয়া উম্মুল কোরা'র মুহতামিম মাওলানা ইয়াকুব ওসমানী সাহেব। বিশেষ বক্তার আলোচনা পেশ করেন চট্টগ্রাম জামেয়া দারুল মা'রিফের প্রধান মুফতি মাছুম বিল্লাহ্, হাটহাজারী জামেয়া আহলিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার শাহ্ আল আজহারী।
তাছাড়া জলদী মখজুনুল উলুম মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক মাওলানা নুরুল হক, ছনুয়া আনোয়ারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু তৈয়্যব কাসেমী, চাম্বল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি নুরুল হক, মখজুনুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবু ছিদ্দিক, মাওলানা আব্দুল্লাহ্, মাওলানা ইউনুছসহ বহু বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগণ উপস্থিত ছিলেন।
এসময় অথিতিরা মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে গত বছর জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের, বিশুদ্ধ কুরআন তেলাওয়াৎ, আরবি বক্তব্য, বাংলা বক্তব্য, ইংরেজী বক্তব্য, ইংরেজী কথোপকথন, আরবি কথোপকথন, সর্ব্বোচ্চ উপস্থিতি, সুন্দর হস্তলিপি, হামদ-না'ত ও সৎচরিত্রের উপর বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন। উল্লেখ্য প্রতিবছরের ন্যায় ঐতিহ্যের ধারাবাহিকতায় এবছরেও ৮০হাজার টাকার অধিক মুল্যমানের পুরুস্কার প্রদান করেন মাদরাসা কতৃপক্ষ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages