সরসকাটি- চুকনগর ভায়া মঙ্গলকোট সড়কে জনস্বার্থে থ্রী হুইলার চলাচল শুরু। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 26 April 2019

সরসকাটি- চুকনগর ভায়া মঙ্গলকোট সড়কে জনস্বার্থে থ্রী হুইলার চলাচল শুরু। একুশে মিডিয়া


এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:>>>
কেশবপুরের সরসকাটি টু চুকনগর ভায়া মঙ্গলকোট সড়কে জনসাধারণের চলাচলে থ্রী হুইলার মাহেন্দ্র চলাচল শুরু হয়েছে। যশোর জেলা ম্যাক্সি রাইডার চ্যাম্পিয়ান ও হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় শুক্রবার দুপুরে মঙ্গলকোট বাজারে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে জনস্বার্থে থ্রী হুইলার চলাচল উদ্বোধন করেন সংশ্লিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সদস্য আব্দুল হাকিম ও শহিদুজ্জামান শহিদ, ইউপি সদস্য রায়হান, ড্রাইভার আলী আকবর, চুকনগর ম্যাক্সি রাইডার চ্যাম্পিয়ান ও হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সবুজ, নূরুল, দীলিপ, যুবলীগের মাহাবুর, ছাত্রলীগের ফয়সাল, উল্লেখ্য প্রতিদিন সকাল ৭ টা হতে প্রতি ৩০ মিনিট পর পর সরসকাটি টু চুকনগর ভায়া মঙ্গলকোট সড়কে জনসাধারণের চলাচলে থ্রী হুইলার মাহেন্দ্র চলাচল করছে।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages