![]() |
মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
সারাদেশের ন্যায় ঢাকা দোহারের পদ্মা নদীর
তীরবর্তী দশটি গ্রাম ভাসছে বন্যার পানিতে। এতে দশটি গ্রামের প্রায় ১২ হাজার
বসতি ভোগান্তির শিকার। যে কোন মূহুর্তে পদ্মার স্রোতে ভেসে যেতে পারে
সবতভিটাসহ ঘরবাড়ি।
উপজেলার মুকসুদপুরের পূর্বচর, নারিশার মালিকান্দা ও
মেঘুলা, সুতারপাড়ার কাজীর, বিলাশপুর, জয়পাড়ার লটাখোলা, মাহমুদপুর ইউনিয়নের
কার্তিকপুর ও মৈনট, নয়াবাড়ির বাহ্রাঘাটসহ দশটি গ্রাম ভাসছে পদ্মার পানিতে।
এ
দশ গ্রামের প্রায় ১২ হাজার বসতি পানি বন্দী হয়ে আছে। মুকসুদপুর ইউনিয়নের
পূর্বচর গ্রামসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন পানির নিচে।
এ গ্রামের
বসতিরা নিজের পৈতিক ভিটা ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। উপজেলার
মালিকান্দা গ্রামটি পদ্মার জলে ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে
দোহার-নবাবগঞ্জ মহাসড়কের পাশে। কৃষিজমি ফসলাদিসহ ডুবে যাওয়ায়, শিশুসহ অনেক
পরিবার অনাহারে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা
আফরোজা আক্তার রিবা বলে, আমরা একেকদিন একেক গ্রামে গিয়ে বানভাসিদের খাবার
বিতারণ করছি। দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ জসিম উদ্দীন
বলে, আমাদের কয়েকটি মেডিকেল টিম বানভাসির প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment