গ্রেফতারি ফরোয়ানা থাকার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে জামায়াত নেতা নাজমুল হক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 22 July 2019

গ্রেফতারি ফরোয়ানা থাকার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে জামায়াত নেতা নাজমুল হক। একুশে মিডিয়া


 এম এ হাসান, কুমিল্লা:>>>
চেক জালিয়াতি (মামলা নং ৭২০/১৯, ৭৪/১৯), অর্থ আত্মসাত (দায়রা-২৩৫৫/১৫, সিআর-২১২০/১৩) রাজনৈতিক মামলা সহ একাধিক মামলায় গ্রেফতারি ফরোয়ানা থাকার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে জামায়াত নেতা এ এস এম নাজমুল হক মজিব নামে এক সাজাপ্রাপ্ত আসামী।
চেক জালিয়াতি ও অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত এ আসামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লার লালমাই উপজেলা শাখার বর্তমান সেক্রেটারী বলে জানা যায়। সে কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজসা গ্রামের মাস্টার ইদ্রিস মিয়ার ছেলে।
জানা যায়, এ অর্থ কেলেঙ্কারীর কারণে তার রোকন পদ বাতিলও করে জামায়াত। তারপরও নানা লবিং ও দলীয় ফান্ডে বড় অঙ্কের অর্থ ডোনেশনের মাধ্যমে পূণরায় জামায়াতের পদ পেয়ে যান দুর্নীতিবাজ ও মাল্টি-পারপাস এর মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া এ নেতা।
গ্রেফতারি ফরোয়ানা মাথায় নিয়ে জামায়াতের এ নেতা কিভাবে প্রশাসনের নাকের ডগায় দুর্দন্ড প্রতাপে ঘুরে বেড়াচ্ছে তা সাধারণ মানুষের বোধগম্য নয়। এলাকা ঘুরে জানা যায়, তার এ প্রতারণার শিকার হয়ে বহু মানুষ আজ নিঃস্ব হয়ে পাগল প্রায়।
ভুক্তভোগিদের প্রত্যাশা, সাধারণ মানুষকে নানা লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আজ বিলাসবহুল জীবন যাপন করছে। অথচ যারা সরল বিশ্বাসে তাকে টাকা দিয়ে একটু ভালো থাকতে চেয়েছিল তারা আজ নানা কষ্টে দিনাতিপাত করছে। তাই অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি সরকার নিজের কব্জায় নিয়ে তার মাধ্যমে প্রতারণার শিকার হওয়া সাধারণ মানুষের টাকা ফেরৎ দিবে বলে ভুক্তভোগিদের প্রত্যাশা।
একটি মামলার বাদী (চেক জালিয়াতি মামলা, মামলা নং ৭২০/১৯) লালমাই উপজেলার পশ্চিম নোয়াগাঁও এর মৃত কালা মিয়ার ছেলে আক্তার ফারুক আমাদের প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, গত ২৪ জুন-২০১৯ এ আমার মামলায় ওয়ারেন্ট জারি হওয়ার পরও বিবাদী নাজমুল হক মজিব এখনো গ্রেফতার হয়নি। আমি আশা করবো, প্রশাসন এ ব্যাপারে আরো তৎপর হয়ে আসামীকে গ্রেফতার করতে সমর্থ হবে।
এবিষয়ে লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারিকৃত সকল আসামীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages