![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকায় জন্ম নেয়া প্রসূতি শিউলি বেগমের শিশু সন্তান বন্যা সুস্থ আছে।
২১ জুলাই রোববার বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল মেডিকেল টিমের সদস্য ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুজ্জামান সরকার।
শিউলি বেগমের প্রসব বেদনা উঠলে বন্যার একমাত্র অবলম্বন নৌকা নিয়ে হাসপাতালে যাওয়ার সময় নৌকায় সন্তান প্রসব করেন।
সে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাটি বোচাগাড়ি গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী।
আবাসিক
মেডিকেল অফিসার জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা পেয়ে আমরা
সন্ধ্যার দিকে প্রসূতি শিউলি বেগমের বাড়িতে পৌঁছাই। এসময় মা ও শিশু
দু’জনকেই ভালো দেখতে পাই। বর্তমানে তাদের কোন সমস্যা নেই। দু’জনই সুস্থ
আছেন।
উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব আলী মোড়লের নেতৃত্বে মেডিকেল টিমে
একজন মেডিকেল অফিসার ও দু’জন সিনিয়র সহকারি নার্স ছিলেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম বলেন, বন্যার পানিতে নৌকায় জন্ম নেয়ার কারণে শিশু সন্তানটির নাম বন্যা রাখা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment