![]() |
ছবিতে আছেন সাদুল্যাপুরের ঘটনায় আহত এক যুবক ও পলাশবাড়ীতে জমি- জমা সংক্রান্ত বিরোধে আহতদের ছবি।
|
মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার
গোবিন্দগঞ্জে কোরবানীর গরুর ভুরি ভাগ করাকে কেন্দ্র করে তিন ভাইয়ের
মারপিটে পাশের বাড়ীর গৃহবধু সহ ৩ জন আহতের খবর পাওয়া গেছে।
ঘটনাটি
ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শীবের বাজার এলাকায়। স্থানীয় সূত্রে
জানা গেছে উক্ত এলাকার জৈনক তিন ভাই শেয়ারে গরু কুরবানী দেয়।সে গরুর ভুঁড়ি
সোমবার ১২ আগস্ট পরিস্কার করে আগুনে তাপ দিয়ে রেখে আজ মঙ্গলবার ১৩ আগষ্ট
সকালে সে ভুঁড়ি ভাগ করার সময় তিন ভাইয়ের দ্বন্দ লাগে। দ্বন্দের এক পর্যায়ে
মারামারি শুরু হলে পাশের বাড়ীর গৃহবধূ দ্বন্দ থামাতে এসে গৃহবধূসহ তিনজন
গুরুত্বর আহত হয়।
এদিকে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় কোরবানীর মাংস ভাগ করাকে
কেন্দ্র করে দু' পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহতের খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ১২ আগস্ট সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের
বোয়ালীদহ জোর আমগাছ তলা এলাকায়।
ঘটনার
পর থেকে পরিস্থিতি শান্ত করতে অত্র এলাকায় পুলিশ মোতায়েন করে সাদুল্যাপুর
থানা পুলিশ ।আহতরা হলেন, রাসেল, স্বপন, বেলাল, রাজ বাবু ও মিলটন। আহতরা
পলাশবাড়ী ও রংপুর হাসপাতালে ভর্তি হয়েছে।
সব
শেষে পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে জমি- জমা
সংক্রান্ত বিরোধে ১২ জন আহত হয়। স্থানীরা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল
ইসলাম মন্ডল আহতদের হাসপাতালে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment