মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়িা:>>>
কুতুবদিয়ায়
স্বাভাবিক জোয়ারের পানিতে বড়ঘোপের এক বৃহৎ অংশ পানিতে তলিয়ে যাওয়ায়
স্থানীয় সাংবাদিকদের সাথে জরুরীভাবে বৈঠক করেছেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের নব
নির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায়
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের কন্ফারেন্স রুমে ইউপি সদস্যদের অনুরোধে মূখপত্র
হিসেবে এ বৈঠকের আয়োজন করেন তিনি।
![]() |
বৈঠকে তিনি
সাংবাদিকদের জানান, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ-পূর্বাংশের মুরালিয়া
গ্রামের বেড়িবাঁধের অরক্ষিত অংশ দিয়ে স্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করে
তলিয়ে গেছে এই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মুরালিয়াসহ,২,৩,৪ ও ৫ন ং ওয়ার্ডের
একাংশ। মুরালিয়া গ্রাম সম্পূর্ণ প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৪৫০টিরও
অধিক পরিবার।নষ্ট হয়েছে প্রায় পাঁচশত একরেরও বেশি আবাদি ফসলী জমি। বর্তমানে
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো না খেয়ে জীবন যাপন করছে।
![]() |
তিনি
জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো যথাসম্ভব ব্যক্তিগত পক্ষ থেকে সাহায্য
সহযোগিতা করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন ধরনের সাড়া
পাওয়া যায়নি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, স্বাভাবিক
জোয়ারের পানিতে প্রতিবার কুতুবিদয়ার বেশির ভাগ গ্রাম প্লাবিত হচ্ছে,
ভেঙ্গে যাচ্ছে মানুষের বাড়ি-ঘর, নষ্ট হচ্ছে শতশত একর ফসলী জমি। সাগরে বিলীন
হয়ে যাচ্ছে অসহায় এসব মানুষের ভিটে-বাড়ি। জরুরি ভিত্তিতে কুতুবিদয়া
বেড়িবাঁধের মুরালিয়া গ্রামের খোলা অংশ মেরামত করা না হলে আগামী জোয়ারের
পানিতে আরো শতশত পরিবার ক্ষতিগ্রস্থ হবে।
তিনি সংশ্লীষ্ট প্রশাসনকে জরুরি ভিত্তিতে কুতুবদিয়া বেড়িবাঁধের বড়ঘোপের খোলা অংশ মেরামত করার প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে আহবান জানান।
এসময়
উপস্থিত ছিলেন- কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাসান
কুতুবী, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক নজরুল
ইসলাম, কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, সাংবাদিক মো:
মনিরুল ইসলাম, রাসেল খান জয়, আব্বাস উদ্দিন ছিদ্দিকী, আবুল কাশেম,
মহিউদ্দিন, বড়ঘোপ ইউপির সদস্যগন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক
আলহাজ্ব আব্দুল মোনাফ, আয়ূব খান, ছরোয়ার আলম বাদশাহ সহ এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গ।
একুশে মিডিয়া/এমএসএ






No comments:
Post a Comment