কথা দিলাম: নাজনীন চৌধুরী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 25 August 2019

কথা দিলাম: নাজনীন চৌধুরী


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক- নাজনীন চৌধুরী:
কথা দিলাম, যদি কোন ভরা পূর্ণিমায় তোমার সাথে আমার দেখা হয় কথা দিলাম ভালবাসার চাদরে হাজার রাতের আলোকবর্ষী হ'য়ে হারিয়ে যাব তোমার বুতাম খোলা উদোম বুকে,
কথা দিলাম,
তেতাল্লিশের জমানো আধার এক ঝটকায় ছিঁড়ে মিশে যাব তোমার রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে ধরবো তোমার সুখ শহর,
যে শহরে বৃষ্টি ভেজা কেতকী আড়মোড়া ভেঙে আঁচলের আড়ালে চুম্বনের ঠোঁটে আঁকে ভালবাসার রামধনু, কথা দিলাম,
স্মৃতি বন্টনের শুভ্রতাটুকু তোমাকে বিলিয়ে দিব সপ্তর্ষি রাতে চিলেকোঠায় বসে আবেগ নদীর স্রোত হবো মানাবো না কোন ব্যাকরণ,
থাকবে না কোন অভিধান,
তোমার শৈল্পিক ছোঁয়ায় তুমুল ফাল্গুন আসবে বসন্তের আলাপনে তনুমনে অন্তরের আগুনে পুড়বো নির্জনে আমাকে দেবনা ধরা যদি তুমি নাহি ফের!!!




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages