বেনাপোলে চুরি, থানায় অভিযোগ করায় বাড়ি ভাংচুর! - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 25 August 2019

বেনাপোলে চুরি, থানায় অভিযোগ করায় বাড়ি ভাংচুর!


জাহিরুল মিলন, যশোর:>>>
যশোরের  বেনাপোলে চুরির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া সামাদের পরিবার অভিযোগকারী মিলনের বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৫ আগষ্ট) দুপুরে মিলন হোসেনের বাড়িতে এ ভাংচুরের ঘটনা ঘটে বলে জানা যায়।
গ্রেফতার হওয়া সামাদ বেনাপোল পাটবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে ও চুরি যাওয়া বাড়ির মালিক একই গ্রামের মোছলেম শেখের ছেলে মিলন হোসেন।
মিলন হোসেন বলেন, গত ২৩ আগষ্ট রাত্রে সে তার পরিবারসহ বাড়ির বাহিরে ছিলো। এ সুযোগে তার বাড়ির গ্রিল কেটে ও দরজার তালা ভেঙ্গে কে বা কারা ঘরের মধ্যে থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এরপর সে বেনাপোল থানায় অজ্ঞাত নামা একটি সাধারণ ডায়েরী করে। ডায়েরী করার পর বেনাপোল পোর্ট থানা পুলিশ সামাদ নামে একজনকে গ্রেফতার করে।
এরপর সামাদের নামে মিথ্যা অভিযোগ এনে মিলন মামলা করেছে এমন অভিযোগ এনে সামাদের স্ত্রী ও তিন কন্যা মিলনের বাড়ির জানালা ভেঙ্গে ফেলে এবং বাড়িতে ইট ছুড়ে মারে।
বিস্তারিত জানার জন্য সামাদের বাড়িতে গেলে সেখানে তাদেরকে পাওয়া যায়নি এবং ঘর তালা বদ্ধ অবস্থায় পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার জাকির হোসেন বলেন চুরির অভিযোগের সত্যতা মিলায় সামাদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আলমগীর হোসেন বলেন, বাড়ি ভাংচুরের ঘটনায় সেখানে পুলিশ বিষয়টি তদন্ত করেছে। তবে অপরাধীরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
 
 
 
 একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages