যশোরঃ যশোরের শার্শা উপজেলা সদরের বিভিন্ন
বিদ্যালয়, অফিস, বানিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে
ডেঙ্গু মশা নিধনে নিজেই মাঠে নামলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক
কুমার মন্ডল।
বৃহস্পতিবার (০১ আগষ্ট) সকাল থেকেই
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল মশা নিধন ও পরিস্কার
পরিচ্ছন্ন অভিযানে উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে নিজেই মাঠে নেমে
পড়েন।
সারাদেশে ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ
করায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার মানুষের সেবাদানের উদ্দেশ্যে সকাল
থেকে নিজেই কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও
মশক নিধন অভিযানে নেমে পড়েন। এ সময় তিনি বিভিন্ন স্থানের ড্রেন, নর্দমায়
মশার ওষুধ স্প্রে করেন এবং কর্মচারীদের সাথে নিয়ে বিভিন্ন পরিচ্ছন্ন
অভিযানে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের জানান,
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের নির্দেশ মোতাবেক সারাদেশের ন্যায়
শার্শা উপজেলায় এই মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন মশক নিধন
বা ডেঙ্গু মশা নিধনে শার্শা উপজেলায় মশক নিধন অভিযান শুরু হয়েছে এবং
পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এটা অব্যাহত থাকবে।
তিনি
আরো বলেন, এখন যেহেতু দেশে ডেঙ্গু মশা প্রকট আকার ধারণ করেছে তাই ডেঙ্গু
জ্বর থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজে
মাঠে থেকে মশার ওষুধ স্প্রে তদারকি করছি পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা
পানি ও ময়লা আবর্জনা পরিষ্কার করছি।




No comments:
Post a Comment