আল আমিন মুন্সী :>>>
স্বপ্ন মানুষ কে আগ্রহ জাগায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, তাই ছোট বেলা থেকে বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, বিক্রমপুর এর কৃতিসন্তান আনিকা তাবাসসুম। গান কে ভালোবেসে ছোট বেলা থেকে একটু একটু করে গান গাইতে থাকেন বিক্রমপুরের মেয়ে আনিকা তাবাসসুম বর্তমানে একটি রেডিওতে জোকী হিসেবে আছেন ইতিমধ্যে গান গেয়ে বেশ সারা ফেলেছেন তার গাওয়া গান বর্তমানে pricila new yourk ইউটিউব চ্যানেল ও music tv তে চলছে, গান নিয়ে আনিকা তাবাসসুম এর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন ছোট বেলা থেকে গান আমার কাছে পছন্দ ছিলো সব সময় রেডিওতে গান শুনতাম এবং নিজে নিজে একটু একটু করে গান গাওয়ার চেষ্টা করতাম আমার স্বপ্ন আমি একজন শিল্পী হবো। তাই আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই
আশা করি আপনারা সকলে আমার পাশে থাকলে আমার স্বপ্ন পূরণ হবে।
No comments:
Post a Comment