এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:>>>
হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুল কাদির লস্কর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, প্রভাষক কাজী
জুনায়েদ আলী আমিন, একাডেমিক সুপারভাইজার রাসেল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিরি সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়া, মাদ্রসা সুপার আব্দুর রউফ, সুপার আলী মোহাম্মদ চৌধুরী, কবির আহমেদ প্রমুখ।
শিক্ষা সপ্তাহে ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক প্রধান শিক্ষক হন চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মোঃ কবির মিয়া, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মিজানুর রহমান (স্কুল) ও কাজী জুনায়েদ আলী আমিন (কলেজ), উপজেলায় শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান হলো চুনারুঘাট সরকারি কলেজ, এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অসিত কুমার পাল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল) হলো সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান হলেন সুপার মাওলনা আলী মোহাম্মদ চৌধুরী, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান হলো চলিতারআব্দা মহিলা দাখিল মাদ্রাসা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment