![]() |
জাহিরুল মিলন, শার্শা প্রতিনিধি:>>>
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ পালিত হচ্ছে।
সকালে এই দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটিকে স্বরণ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কাশিপুরে শহিদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর স্মৃতিসৌধে তার স্মরণে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উক্ত সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল ৮ঃ৩০ মিনিটে শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দেশের সকল স্থানের সাথে একযোগে জাতীয় সংগীত গাওয়া হয়। এছাড়া কুচকাওয়াজ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত কুজকাওয়াজ ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ শার্শা-১ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
এছাড়া শার্শা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা পরিষদসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
একুশে মিডিয়া/এ
No comments:
Post a Comment