![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:>>>
নড়াইলে ডাকাত দলের এক সদস্যকে পুলিশ আটক করেছে। দিবাগত রাত তিনটার দিকে নড়াইলের কালিয়া শহরের রানী জুয়েলার্সে চুরি করার প্রাক্কালে ডাকবাংলো পুকুর থেকে সিফাত ফকির(৩০) নামে একযুবককে আটক করা হয়। অন্য সহযোগীরা পালিয়ে যায়। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, তার বিরুদ্ধে নড়াইলের লোহাগড়া ও যশোরে একাধিক মামলা রয়েছে। সে নড়াইলের
কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐশোনা গ্রামের মৃত মোহাম্মদ ফকিরের ছেলে।
ব্যবসায়ী ও পুলিশের সুত্রে জানা যায়,কালিয়া পৌর শহর বাজারের ব্যবসায়ী উত্তম স্বর্ণকারের মালিকানাধীন রানী জুয়েলার্স চুরি করার উদ্দেশ্যে বুধবার রাত ১টার পর থেকে ডাকবাংলো পুকুরের দক্ষিনে অবস্থিত ওই জুয়েলার্সের পিছনে ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা কালে বাজারের পাহারাদাররা টের পায়।এরপর তারা কালিয়া থানা পুলিশকে অবহিত করে।
পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে বাজারের চারিপাশ গিরে ফেলে এবং ২ঘন্টা চেষ্টারপর তাকে আটক করতে সক্ষম হয়। রিফাত এবং তার সহযোগীদের বিরুদ্ধে কালিয়া থানায় বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment