নিজ ঘরে নির্বাসিত: জাহিরুল মিলন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 March 2020

নিজ ঘরে নির্বাসিত: জাহিরুল মিলন


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-জাহিরুল মিলন
এক সপ্তাহ নির্বাসিত নিজ ঘরে
জানিনা থাকবো আর কত?
একাকিত্বে হারিয়ে যাচ্ছি দুরে
তাকিয়ে থাকি হারাচ্ছি দিন যত।

বেঁচেও যেন জীবন নেই এ প্রাণে
নির্মমতায় যেন আজ বাস্তবতা
লুটিয়ে জীবন কুৎসিত ঘ্রাণে
পৃথিবী জুড়ে স্লোগান শুধুই সচেতনতা।

আটকে যাচ্ছে দম ভয়ে গা থরথর 
গৃহেই কি যাবে জান?
চতুর্দিক ভরপুর শবাধার 
ভাবি এই বুঝি গেল প্রাণ।

বন্ধ স্কুল, বন্ধ কলেজ
বন্ধ রেস্তোরাঁ শপিং মল
লকডাউন হয়েছে কটেজ
খাও শুধু পানীয় জল।

চোখ ফেটে মোর কান্না আসে
হৃদয় যায় ভেঙ্গে
মৃত্তিকা ভরিছে হাজার লাশে
সমগ্র পৃথিবীতে নয় শুধু বঙ্গে।

খোদার কাছে চাওরে পানা
প্রার্থনা কর সকলে
মহামানী যেন না দেয় হানা 
তার আশা যেন যায় বিফলে।

জানুন, বুঝুন, নির্দেশনা মানুন
তাহলে হবে নির্মূল এই মছিবত
সুস্থভাবে সকলে বাঁচুন
সবার কাছে মোর এই নছিয়ত।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages