বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮ জন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 March 2020

বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮ জন


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীর শিলকূপ ইউনিয়নের  মনকিরচর নোয়াঘোনা এলাকায় প্রতিপক্ষের হামলায় নারী সহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়ও পত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ইমামশরিফ গ্রুপ ও ভেট্রা বাপের গ্রুপের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরুদ চলে আসছিল রবিবার (২৯.৩.২০) বিকেল ৩ টার সময় প্রভাসি মোস্তাক আহম্মেদ (৪৪) বিরুদ পূর্ণ রাস্তা দিয়ে আসার সময় ইমামশরিফ গ্রুপের ফজল আহম্মদ এর নেতৃত্বে ১০/১৫ জনের লাটিয়াল বাহিনি এসে তার উপর হামলা চালায়।
এসময় মোস্তাক আহম্মেদ কে উদ্ধার করতে গেলে দুদুমিয়া(৫৯) নুরুজ্জামান (৫০),শারমিন আক্তার(২২),খদিজা বেগম(৬০),হাজেরা বেগম (৪৫), ছুরুজ্জমা (৬৫) সহ আট জন আহত হয়।আশংখা জনক অবস্তায় মোস্তাক আহম্মেদ কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  পেরন  করাহয়।
এব্যপারে ইমামশরিফ গ্রুপের সাথে যোগাযোগ করাহলে কোন সদূত্তর পাওয়া যায়নি। হামলাকারীদের বিরুদ্ধ মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতরা।
এব্যাপারে বাঁশখালী থানা ওসি (তদন্ত) কামাল উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনা শুনেছি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্তানেওয়া হবে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages