কুমিল্লায় র‍্যাব-১১ বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক এক মাদক কারবারি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 3 April 2020

কুমিল্লায় র‍্যাব-১১ বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক এক মাদক কারবারি



এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা এবং ৩৪ কেজি গাঁজাসহ মোঃ হাবিবুর রহমানকে (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
শুক্রবার (৩ এপ্রিল ) ভোররাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত হাবিবুর রহমান বুড়িচং উপজেলার পূণ্যবতী গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে।
র‌্যাব জানায়, অভিনব কায়দায় পিকআপে করে মাদক পরিবহনের সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages