রবিউল ইসলাম, ঝিনাইদহ:
পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় রিপন জোয়ার্দার(৩৬) নামের এক কৃষক আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত কৃষক ওই গ্রামের মৃত উজ্জল জোয়ার্দারের ছেলে। তমালতলা ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলাম সূত্রে জানা যায়, নিহত রিপন পেশায় একজন কৃষক। কৃষির পাশাপাশি মুদিদোকানসহ ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গত ১মাস আগে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যায়।
খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে হারানো সংক্রান্ত থানায় ডায়েরি করে রিপন। কিছুদিন পর জানতে পারে তার স্ত্রী লাঙ্গলবাধ এলাকায় ভাইরার বাড়িতে অবস্থান করেছে।
এমন সংবাদে তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের ভিত্তিতে বুঝিয়ে বাড়িতে আনার চেষ্টা করে রিপন। বৃহস্পতিবার মধ্যরাতে মোবাইল ফোনে হয়তো স্ত্রীর সাথে কথা বলতে বলতে বাড়ির পাশে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment