জনতা ব্যাংকের স্টাফের দে‌হে ক‌রোনা পজে‌টিভ, কোম্পানীগ‌ঞ্জে প্রথম ক‌রোনা রোগী শনাক্ত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 May 2020

জনতা ব্যাংকের স্টাফের দে‌হে ক‌রোনা পজে‌টিভ, কোম্পানীগ‌ঞ্জে প্রথম ক‌রোনা রোগী শনাক্ত

‌মোঃ গিয়াস উদ্দিন রু‌বেল (নোয়াখালী প্র‌তি‌নি‌ধি):

নোয়াখালী কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার ৮নং ওয়া‌র্ডের স্বর্ণকার বা‌ড়ির অাব্দুল মান্নান (৫৫) না‌মে একজ‌নের দে‌খে ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে। তি‌নি উপ‌জেলার জনতা ব্যাংক বসুরহাট শাখায় সিকিউরিটি গার্ড হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।
উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম এ তথ্য নি‌শ্চিত ক‌রেন। 
জানা যায়, গত (৪ মে) ঐ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (BITID) এ নমুনা পরীক্ষায় সিকিউরিটি গার্ডের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। গতকাল রাত ১২টার দিকে এ রিপোর্ট পাওয়া যায়। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন বাড়ি লকডাউন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাছাড়া ঐ বা‌ড়ি জামাইর টেক এলাকার ঘনবস‌তিপূর্ণ এক‌টি বা‌ড়ি হওয়ায় অ‌নেকের ম‌ধ্যে সংক্র‌মিত হওয়ার অাশঙ্কায় অা‌শেপাশের সবাই‌কেও লকডাউ‌নে থাক‌তে বলা হ‌য়ে‌ছে।
প্রশাসন এ ব্যাপা‌রে সতর্কতা অবলম্বন কর‌বেন। ক‌রোনায় আক্রান্ত ঐ ব্যক্তিকে বর্তমা‌নে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলেশন সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া তার পরিবারের অন্য সদস্যদেরও বাড়িতে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালী জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ‌রোগী ২৬ জন, মৃত্যু ২জন, এবং অাক্রান্ত‌দের ম‌ধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন। তাই বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে এলাকার স‌চেতণ মানু‌ষের দাবী উপ‌জেলার মানু‌ষের মা‌ঝে যা‌তে ক‌রোনা ভাইরাস সংক্র‌মিত না হ‌কে পা‌রে তাই সক‌লের মা‌ঝে সামা‌জিক দুরত্ব নি‌শ্চি‌তে ব্যবসা প্র‌তিষ্ঠান বন্ধ রাখা, এবং প্রসাশ‌নের পক্ষ থে‌কে সবার হোম কোয়া‌রেন্টাইন নি‌শ্চি‌তে ক‌ঠোর ভূ‌মিকা পালন করা।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages