হাসনাইন আহমেদ হাওলাদার:
বৃষ্টি মানে ষোলয় ষোলয়
হঠাৎ ভিজে যাওয়া।
বৃষ্টি মানে পরিমাপহীন
চুমো গিলে খাওয়া।
বৃষ্টি মানে পাতার শরীর
শিরশিরিয়ে উঠা।
বৃষ্টি মানে শঙ্কা ধুলো
ধুয়ে নেমে যাওয়া।
বৃষ্টি মানে মাটির শরীর
কাদামগ্ন হওয়া।
বৃষ্টি মানে নতুন করে
সাহস গজে উঠা।
বৃষ্টি মানে প্রাণের কাছে
প্রাণের ফিরে আসা।
বৃষ্টি মানে বৃষ্টি শেষে
রোদের হেসে উঠা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment