দোয়ারাবাজারে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 2 July 2020

দোয়ারাবাজারে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে নাজির আহমদ (৩০) নামে নববিবাহিত নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের পাশঘিরে প্রবাহিত নোয়াগাঁও খালের ভাটিতে হাওরের জমিতে তার ভাসমান লাশ দেখতে পান জেলেরা।
তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও স্থানীয় মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।
গত সোমবার রাত সাড়ে ৮টিার দিকে একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক ধরে হেঁটে যাওয়ার সময় পা ফসকে সড়কের পাশের নোয়াগাঁও খালে পড়ে তলিয়ে যান তিনি।
এ সময় ঢলের তোড়ে সড়কের উপর দিয়ে প্রবাহিত বন্যার পানি ও খালের পানি একাকার ছিল । এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।
স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ্র দাস ও দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম লাশ উদ্ধারের বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেছেন।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages