বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীর পূর্ব
কোকদন্ডীতে হযরত
খাজা
গরীবে
নেওয়াজ
মঈনুদ্দিন চিশ্তী
(রহঃ)
এর
আশেক
মোক্তার ফকিরের
আস্তানা পাক-এ প্রতিবারের ন্যায়
এ
বছরও
১৬তম
ঈসালে
সওয়াব
মাহফিল
ও
ফাতেহা
শরীফ
শনিবার
(২৭
ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
শাহাজাদা মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে মাহফিলে প্রধান
বক্তা
ছিলেন,
বাঁশখালী হামিদিয়া রহিমা
আলীয়
মাদ্রাসা সাবেক
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহমদ
নজির,
প্রধান
অতিথি
ছিলেন,
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির
সাবেক
সহ-সভাপতি রিয়াজ উদ্দীন
চৌধুরী
(সুমন),
বিশেষ
অতিথি
ছিলেন,
বাঁশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল
আলম।
মোহাম্মদ আইয়ুব এর সঞ্চালনায় বিশেষ
বক্তা
ছিলেন,
গুনাগরী চাঁদমিঞা চৌধুরী
জামে
মসজিদের খবির
মাওলানা জাকের
আহমদ,
পূর্ব
কোকদন্ডী আহমদিয়া জামে
মসজিদের খতিব
মাওলানা মোহাম্মদ ইউনুছ,
কাজী পাড়া মসজিদের পেশ ইমান কাজী কলিম
উল্লাহ, গুনাগরী আব্দুল
গণি
চৌধুরী
জামে
মসজিদের পেশ
ইমান
ক্বারী
মাওলানা শফিকুল
ইসলাম
প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment