টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা বানু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 18 April 2021

টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা বানু

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ছবি: একুশে মিডিয়া

বছর আগেই স্বামীকে হারান। অনেক কষ্টেই তিন মেয়েকে বড় করেছেন।  অনেক কষ্টে তিন মেয়েকে  বিয়ে দিয়েছেন।  তবে দারিদ্র্য পিছু ছাড়েনি। অন্যের বাড়িতে কোন রকম কাজ করে দিন চল ছিলো। বছর আগে অসুস্থ হয়ে পরে। কোন রকম টাকা জগাড় করে ডাক্তারের কাছে গেলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তারা বানু। চিকিৎসার অনুযায়ী তিনি কঠিন রোগে ভূগছেন। পেটের মধ্যে ঘাঁ হয়েছে। পেটে অনেক জ্বালাপড়া করে। টাকার অভাবে ঠিকমত চিকিৎসা ঔষধ কিনতে পারছেন না তারা বানু (৫৮) তিনি বর্তমানে সরকারি জায়গায় একটা ঘর তুলে সেখানে বসবাস করছেন। বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রমাটিয়া দক্ষিণ পাড়া (সোহাগপুর গরুর হাট সংলগ্ন) এলাকাতে থাকেন।

এলাকাবাসী জানান, গত বছর আগে স্বামী আব্দুল হাই মারা জান। তিন মেয়ের মধ্যে বাকি এক মেয়েকে নিজেই বিয়ে দেন। হঠাৎ করে মেঝো  মেয়ে মারা যান। বছরের এক নাতনীকে নিয়ে অন্যনের বাড়িতে কাজ করে কোন রকম  দিন পাত চলে। ছাড়া সরকারি তরফ থেকে বিধবা ভাতা টাকা দিয়ে কোন রকম চলে সংসার। গত দু মাস ধরে তারা বানু পেটের ব্যথায় ভুগছেন। তিনি বিছানা থেকে উঠতে পারে না। বড় মেয়ে বর্তমানে দেখাশোনা করছেন। তবে টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছে না। 

শনিবার সরেজমিনে  গিয়ে দেখা যায়, টিনের ঘরের মেঝেতে শুয়ে আছেন তারা বানু। তাঁর বড় মেয়ে নাতনি পাশে বসে আছেন। কোনো কিছু জিজ্ঞাসা করলে তিনি কেবল মাথা নাড়েন। তারা বানুর বড় মেয়ে বলেন, আমার মাকে আমিই দেখাশেনা করছি।  আমার স্বামী অটোরিকশা চালাই করোনার মধ্যে কোন কাজ কাম তেমন নেই।  আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। অনেক কষ্ট করে কিছু টাকা গুছিয়ে এনায়েতপুর হাসপালে গিয়ে ডাক্তার দেখিয়েছি। ১৫ দিন পর আবার যেতে বলেছে। ঔষধু ঠিক মত খাওয়াতে পারছি না টেহার অভাবে। প্রতিদিন ৩শত টেহার ঔষধ লাগে। তিনি আরো বলেন, প্রতিদিন আমার স্বামী / শো টেহা কামাই করে।  খাবার টেহাই জগার করা কষ্ট হয়। একদিন খাইয়া আর একদিন না খাইয়া মার ঔষুধ কিনছি

টাকার অভাবে তাঁর পরিবার  চিকিৎসা করাতে পারছে  না। তাকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন তারা বানু  এর মোবাইল নাম্বরে (০১৯১৬৬৫২১৬৭) আর্থিক সাহায্যের জন্য টাকা পাঠাতে পারেন তারা বানুর  বড় মেয়ের জামাই শহিদুল ইসলাম এর নাম্বরে  ০১৯৩২৭৪৪০৩৪ (বিকাশ) প্যারসোনাল ব্যাপারে যোগাযোগ করতে পারেন সাংবাদিক সবুজ সরকারের এর সঙ্গে  মোবাইল নাম্বর  ০১৬৪২৮১৩২৭৫

 

 

 

১৮এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages