চট্টগ্রাম আদালতে বিবাদীর উপর বাদীকর্তৃক পরিকল্পিত হামলা! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 3 April 2021

চট্টগ্রাম আদালতে বিবাদীর উপর বাদীকর্তৃক পরিকল্পিত হামলা!

একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট: 

চট্টগ্রাম আদালতে বিবাদীর উপর বাদীকর্তৃক পরিকল্পিত হামলা,থানায় অভিযোগ দায়ের চট্টগ্রাম আদালতে মিথ্যা যৌতুক মামলায়‌ (২৩৮/২০২০) এর বাদী চিত্রা আচার্য্য (৩০) পর্যায়ক্রমে বিভিন্ন অজুহাতে সাক্ষীপর্বে বিচারকার্যে আদালতে উপস্থিত না থেকে গত ৩১শে মার্চ ২০২১ মামলার ধার্য্য দিনে বিবাদী নিতাই আচার্য্য (২৯) পিতা:মৃত: নির্মল আচার্য্য,সাং: (শেখেরখীল, বাঁশখালী) হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত না বসার কারণে মামলাটি হবে না মর্মে পেশকার অবগত করেন

আদালত থেকে বের হওয়ার সময় উক্তস্থানে পলাশ আচার্য (২৭), পিতা: ধ্রুব আর্চার্য্য সাং: ফতেয়াবাদ,দক্ষিণ পাহাড়তলী হাটহাজারীচিত্রা আচার্য্য (৩০),() গৌরাঙ্গ আচার্য্য (৫০) সাং:রুমঘাটা, কোতায়ালী, চট্টগ্রাম বিবাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেবিবাদী গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে তাকে কিল, ঘুষি লাথি এবং কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন

এঘটনায় আহত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এব্যাপারে হামলার শিকার হওয়া নিতাই আচার্য্য বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন কোতোয়ালি থানার এসআই (তদন্ত) ইকবাল হোসেন ভুঁইয়া বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages